অন্যান্য

আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দুই সহোদর ভাইসহ নিহত-৩

সাউথ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর রাজাপুরের দুই সহোদর ভাইকামরুল হাসান রায়হান(৩০) ও আশরাফুল হাসান রবি(২৭)সহ সোনাগাজীর জামশেদ(২৮) নিহত হয়েছে। নিহত সহোদর দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়রপুর গ্রামের বানাপুকুর  সাহাবউদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে। অপর নিহত জামশেদের বাড়ি ফেনীর সোনাগাজী উপজেলায়।  

নিহতের ছোট ভাই হাবিব উল হাসান অভি জানান, তাঁর দুই ভাই গত  বার বছর আগে তারা আফ্রিকায় যান । ওখানে  তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন । বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকেলে একটি প্রাইভেট যোগে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয় এতে ঘটনাস্থলেই দুই সহোদরসহ সোনাগাজীর জামশেদ হোসেন নিহত হন।

আশরাফুল ইসলাম নয়ন নিহত দুই সহোদরের বড় ভাই দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করছেন।

প্রাইভেট দুর্ঘটনা খবরে ফেনীর দাগনভূঞা উপজেলার রাজাপুর ও সোনাগাজীতে শোকের মাতম চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *