অন্যান্য

আনোয়ারায় ২ জন করোনা রোগী শনাক্ত

আনোয়ারা উপজেলায় নতুন করে দুইজন করোনা রোগী শনাক্ত হয়েছে। শুক্রবার রাতে জেলা সিভিল সার্জন অফিস থেকে রির্পোট পাওয়ার পর আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন। এ নিয়ে আনোয়ারায় তৃতীয় করোনা রোগী শনাক্ত হয়েছে।

আনোয়ারা থানার অফিসার ইনচার্জ দুলাল মাহমুদ জানান, করোনায় আক্রান্ত ব্যক্তির নাম তোফিকুল ইসলাম তৌফিক (৫০)। তিনি উপজেলার বরুমচড়া এলাকার বাসিন্দা ও অপরজন হলেন রুফন কান্তি দত্ত ( ৩৩)। তিনি উপজেলা হিসাবরক্ষণ অফিসের কর্মকর্তা ও হাজীগাঁও গ্রামের বাসিন্দা। আক্রান্তদের বাড়ি লকডাউনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *