অন্যান্য

আগ্রাবাদে ট্রাকের ধাক্কায় ৪০ হাত দূরে ছিটকে পড়লেন ট্রাফিক পুলিশ

চট্টগ্রাম নগরীর আগ্রাবাদ শেখ মুজিব রোড মিস্ত্রিপাড়া এলাকায় সড়ক দু র্ঘট, নার শিকার হয়েছেন বন্দর ট্রাফিক বিভাগের এক পুলিশ সদস্য। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত ৯ টা ১০ মিনিটে উল্টোদিক থেকে আসা ট্রাক আর মোটরবাইকের মুখোমুখি সংঘ, র্ষে এ দু, র্ঘ টনা ঘটে।

গুরুতর আ, হত অবস্থায় জামাল নামের ওই পুলিশ সদস্যকে উ দ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়। বর্তমানে তিনি হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ট্রাফিক পুলিশ সদস্য জামাল ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে মিস্ত্রিপাড়া এলাকায় এলে উল্টো দিক থেকে আসা ট্রাকের ধাক্কায় প্রায় ২০ গজ দূরে ছিটকে পড়েন তিনি। স্থানীয় লোকের সহায়তায় ডবলমুরিং থানার মোবাইল টিম পুলিশ সদস্যকে উ, দ্ধার করে চমেক হাসপাতালে পাঠায়।

এ প্রসঙ্গে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সদীপ কুমার বলেন, ‘ডিউটি শেষ করে বাড়ি ফেরার পথে এক ট্রাফিক পুলিশ সদস্য ট্রাকের ধাক্কায় গুরুতর আ, হত হন। দু, র্ঘ টনায় তিনি পায়ে এবং কোমরে গুরুতর আঘা ত পান। বর্তমানে তিনি চমেক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সেইসাথে ট্রাক এবং ড্রাইভারকে আমরা আ টক করেছি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *