অবশেষে পদ্মা সেতুতে জরিমানা আদায় শুরুঃ প্রথম জরিমানার স্বীকার যিনি!
নিষেধাজ্ঞা উপেক্ষা করেই সাধারণ মানুষ পদ্মা সেতুতে চলাচল করছে । কেউ গাড়ির সর্বোচ্চ গতিসীমা মানছে না, আবার কেউ মাথায় হেলমেট ছাড়াই বাইক নিয়ে পদ্মা সেতু পারি দিচ্ছেন, কেউ গাড়ি থামিয়ে ছবি তুলছে, কেউ সেতু হেটে পারাপার হচ্ছে। এই অবস্থায় সেতুতে নিয়মকানুন পালনে কঠোর হচ্ছে প্রশাসন।





পদ্মা সেতুর টোলপ্লাজার জাজিরা প্রান্তে রোববার দুপুরের পর মোটরসাইকেলের চালকদের জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত ১০০ টাকা জরিমানা করেন মাদারীপুরের আইয়ুব নামের এক মোটরসাইকেল চালককে। এ সময় ২০০ টাকা করে ১৪০০ টাকা জরিমানা করা হয় আরও সাত চালককে। জাজিরা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উম্মে হাবিবা ফারজানা এই জরিমানা করেন।





খোঁজ নিয়ে জানা যায়, পদ্মা সেতু দেখতে মারাদীপুর জেলার আইয়ুব খান নামের একজন বাইক চালক আসে, তবে তিনি হেলমেট ছাড়া এসেছিলেন। কিন্তু হঠাৎ মুখোমুখি হন ভ্রাম্যমাণ আদালতের। ১০০ টাকা জরিমানা দিয়ে তিনি হয়েছেন পদ্মা সেতুর প্রথম জরিমানাপ্রাপ্ত ও জরিমানা পরিশোধকারী ব্যক্তি।
আইয়ুব খান জানান, তিনি মোটরসাইকেল নিয়ে সেতু দেখতে এসেছিলেন। এ সময় তিনি জাজিরা প্রান্ত থেকে মাওয়া প্রান্তে যাওয়ার জন্য সামনে অগ্রসর হতেই ভ্রাম্যমাণ আদালতের মুখোমুখি হন। তিনি বলেন, হেলমেট-বিহীন মোটরসাইকেল চালানো ও মোটরসাইকেল আরোহীদের হেলমেট না থাকায় এই জরিমানা করা হয়। একই অপরাধে আটজনকে এই জরিমানা করা হয়।





উল্লেখ্য, শনিবার (২৫ জুন) পদ্মা সেতুর শুভ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর রোববার সকাল ৬টা থেকে যান চলাচল উন্মুক্ত করে দেওয়া হয়।