সরকার ৬ টাকা প্রতি লিটার সয়াবিন তেলের দাম কমিয়ে ১৯৯ টাকা নির্ধারণ করেছে। নতুন দাম কার্যকর হবে আগামীকাল ২৭ জুন থেকে। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স ও বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের এক বিজ্ঞপ্তিতে আজ রবিবার (২৬ জুন) বিকেলে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ১৮০ টাকা এবং ৫ লিটার সয়াবিন তেলের বোতলের দাম ৯৮০ টাকা নির্ধারণ করা হয়েছে।





এর আগে বাণিজ্য সচিব তপন কান্তি ঘোষ জানিয়েছেন, আগামী দুই-একদিনের মধ্যে দেশের বাজারেও তেলের দাম কমবে, আন্তর্জাতিক বাজারে ভোজ্যতেলের দাম কমায়। রোববার (২৬ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে তিনি এ কথা বলেন বিশ্ব বাণিজ্য সংস্থার দ্বাদশ মিনিস্টারিয়াল কনফারেন্স উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে।





বাণিজ্য সচিব বলেন, আগামী দুই একদিনের মধ্যে একটা সুখবর আসতে পারে তেলের দামের ক্ষেত্রে। আশা করছি, তেলের দাম কমবে। এখন সেই হিসাব-নিকাশ করা হচ্ছে। তিনি আরও বলেন, আমাদের জানাবে ট্যারিফ কমিশন তেল রিফাইনারি শিল্প প্রতিষ্ঠানের সঙ্গে বৈঠক করে। তারপর আমরা জানাতে পারবো, কত টাকা কমবে। তবে বলা যায় যে, তেলের দাম কমবে।
আর্জেন্টিনায় এক মাসের ব্যবধানে টনপ্রতি তেলের দাম ২৬ শতাংশ কমেছে। তারই প্রভাব পড়তে পারে দেশের বাজারে তেলের দামেও। এদিকে বিশ্ববাজারে তেলের দাম কমেছে।





কারণ আর্জেন্টিনা থেকে বাংলাদেশ বিপুল পরিমাণে সয়াবিন তেল আমদানি করে থাকে।